Friday, June 13, 2025
Glorious Extra is an E-Learning Platform
HomeUncategorizedপ্রকাশ্যে আসলো কুবি শিবিরের সভাপতি সেক্রেটারি

প্রকাশ্যে আসলো কুবি শিবিরের সভাপতি সেক্রেটারি

কুবি প্রতিনিধি: এবার প্রকাশ্যে আসলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সেক্রেটারি। শিবিরের আয়োজনে নবীন বরণ নিয়ে সাংবাদিকদের দাওয়াত দিলে তাঁদের পরিচয় পাওয়া যায়। জানা গেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি লোক প্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইউসুফ ইসলাহি। এবং সেক্রেটারি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মাজহারুল ইসলাম।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ১টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে প্রতিবেদককে ফোন করেন সেক্রেটারি মাজহারুল ইসলাম। তখন তিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি রির্সোটে কুবির ১৮তম আবর্তনের শিক্ষার্থীদের নিয়ে “ নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন” এই নামে একটি অনুষ্ঠান হওয়ার বিষয়ে জানান। এবং প্রতিবেদককে এই অনুষ্ঠানের সংবাদ কভারেজ দিতে বলেন। এই সময় প্রতিবেদকের প্রশ্নের জবাবে সভাপতির পরিচয় জানান তিনি। তবে কমিটির অন্যান্য সদস্যদের বিষয়ে প্রশ্ন করলে তিনি পরবর্তীতে কমিটির অন্যান্য সদস্যদের নিয়ে আনুষ্ঠানিক ভাবে প্রকাশের কথা বলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments