Friday, June 13, 2025
Glorious Extra is an E-Learning Platform
Homeখেলাধুলাবাংলাদেশের বিপক্ষে শেষ টেস্ট খেলবেন ম্যাথিউস

বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্ট খেলবেন ম্যাথিউস

১৭ বছরের আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি জানান, আগামী জুনে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই বিদায় নেবেন তিনি।

একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন, দল চাইলে সীমিত ওভারের ক্রিকেট চালিয়ে যেতে প্রস্তুত। ইনস্টাগ্রামে দেয়া পোস্টে অভিজ্ঞ এই লঙ্কান তারকা লেখেন, কৃতজ্ঞচিত্তে হৃদয়ভরে এবং বহু স্মরণীয় মুহূর্ত সঙ্গে নিয়ে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের সময় এসে গেছে। গত ১৭ বছর ধরে শ্রীলঙ্কার হয়ে খেলতে পারা ছিল আমার জীবনের সবচেয়ে বড় গর্ব ও সম্মান।

আগামী মাসে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ দল। ১৭ জুন গল টেস্টে শেষবারের মতো সাদা পোশাকে মাঠে নামবেন ম্যাথিউস।

প্রসঙ্গত, ২০০৯ সালে টেস্ট অভিষেকের পর এখন পর্যন্ত ১১৯টি ম্যাচ খেলেছেন এই লঙ্কান ব্যাটার। শ্রীলঙ্কার হয়ে তৃতীয় সর্বোচ্চ টেস্ট রান তার ঝুলিতে—৮ হাজার ১৬৭। তিনি করেছেন ১৬টি সেঞ্চুরি ও ৪৫টি হাফ-সেঞ্চুরি। অলরাউন্ডার হিসেবে টেস্ট ক্যারিয়ারে রয়েছে ৩৩টি উইকেটও।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments