বাঁ পায়ের অ্যাঙ্কেল ইনজুরিতে পড়েছেন ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হ্যালান্ড। ক্লাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হলেও, তার মাঠে ফেরার সময়সীমা নির্দিষ্ট করে জানানো হয়নি।
সোমবার (৩১ মার্চ) দিবাগত রাতে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে বোর্নমাউথকে ২-১ গোলে পরাজিত করে টানা সপ্তমবারের মতো সেমিফাইনালে জায়গা করে নেয় ম্যানচেস্টার সিটি। ম্যাচের দ্বিতীয়ার্ধে বোর্নমাউথের মিডফিল্ডার লুইস কুকের ট্যাকেলের পর ইনজুরিতে পড়েন হ্যালান্ড। প্রাথমিক চিকিৎসা নিয়ে কিছুক্ষণ খেলা চালিয়ে গেলেও শেষ পর্যন্ত মাঠ ছাড়তে বাধ্য হন এই নরওয়েজিয়ান তারকা।
পরে রাতেই ম্যানচেস্টার সিটি এক বিবৃতিতে হ্যালান্ডের ইনজুরির বিষয়টি নিশ্চিত করে। যদিও ক্লাবের পক্ষ থেকে তার নির্দিষ্ট পুনর্বাসন সময়সীমা উল্লেখ করা হয়নি, তবে মৌসুমের বাকি অংশ এবং ক্লাব বিশ্বকাপে তাকে পাওয়া যাবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। হ্যালান্ড চলতি মৌসুমে এরই মধ্যে ৩০ গোল করেছেন, যা সিটির জন্য তার গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে।
হ্যালান্ডের চোট কতটা গুরুতর এবং তিনি কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন, তা নিয়ে সিটি সমর্থকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ক্লাব কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যথাসময়ে বিস্তারিত তথ্য প্রকাশ করবে বলে জানিয়েছে।