২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুই দিনের দলীয় কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার (২৪ মার্চ) এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
২৫ মার্চ সকাল ১১টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
২৬ মার্চ ভোর ৬টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।
সকাল ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে যাত্রা করবে দলটির সিনিয়র নেতৃবৃন্দ ও সমর্থকরা।
সকাল সাড়ে ৮টায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে বিএনপি।
এরপর, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে।
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, প্রধান উপদেষ্টার বিদেশ সফর নিয়ে পরিকল্পিত গুজব ও ষড়যন্ত্র করা হচ্ছে। সেই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেন তিনি। কিছু পুলিশ সদস্যদের গোপন বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পরিবর্তে তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, যা সরকার দেখেও উপেক্ষা করছে।