June 13, 2024, 1:31 pm

পবিপ্রবি’তে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ

পবিপ্রবি প্রতিনিধি:
  • প্রকাশের সময় : Friday, April 14, 2023,
  • 1 বার এই সংবাদটি পড়া হয়েছে

জীর্ণ, অশুভ, অসুন্দর সব কিছু পিছনে ফেলে নতুনের কেতন উড়িয়ে বাংলা ১৪৩০ কে বরণ করে নিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি)। চৈত্রসংক্রান্তির মাধ্যমে ১৪২৯ বঙ্গাব্দকে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হয়েছে নতুন বছর ১৪৩০ বঙ্গাব্দ।

শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ৯ টায় “ঐ নতুনের কেতন উড়ে কাল-বৈশাখীর ঝড়” স্লোগানকে সামনে রেখে বাংলা পহেলা বৈশাখ উপলক্ষে পবিপ্রবিতে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়।মঙ্গল শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে কৃষি অনুষদের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নববর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ ফজলুর হকের সভাপতিত্বে ও উৎযাপন কমিটির সদস্য সচিব সহকারী অধ্যাপক মোঃ তারিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।তিনি বলেন,পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতি, জাতিসত্তার অংশ।বিগত বছরের যাবতীয় অশুভ দূর হয়ে যাক,সেই প্রত্যাশায় আমরা নতুন বছরকে বরণ করে নিচ্ছি। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও প্রক্টর প্রফেসর ড. সন্তোষ কুমার বসু সহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় পরিচালিত ” সৃজনী বিদ্যানিকেতন স্কুল” র শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশকঃ ট্রাস্ট মিডিয়া হাউস © 2020-2023