ঈদের দ্বিতীয় দিনে ইসরায়েলি বিমান বাহিনীর ভয়াবহ হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় অন্তত ৭৫ জন নিহত হয়েছেন। গাজা শহরের একটি আবাসিক ভবনে সরাসরি বোমা হামলার পর ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধারকাজে নিয়োজিত কর্মীরা একে একে কয়েক ডজন মৃতদেহ বের করে আনেন।
ফিলিস্তিনের সিভিল ডিফেন্স বিভাগের মুখপাত্র মাহমুদ বাসেল আল জাজিরাকে জানিয়েছেন, শনিবার (৭ জুন) চালানো এই বিমান হামলার আগে কোনো রকম সতর্ক সংকেত কিংবা সাইরেন প্রদান করা হয়নি। তিনি বলেন, “এটি সত্যিকারের একটি পূর্ণাঙ্গ গণহত্যা। সেখানে সবাই বেসামরিক মানুষ ছিলেন।”
উদ্ধারকারীদের মতে, এখনো প্রায় ৮৫ জন মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন, যাদের উদ্ধার কাজ চলছে কিন্তু পরিস্থিতি অত্যন্ত জটিল ও বিপজ্জনক।
নিহতদের মধ্যে একটি পরিবারের ১৬ জন সদস্য রয়েছেন, যাদের মধ্যে ৬ জন শিশু। পরিবারটি গাজা সিটির মধ্যাঞ্চলের সাবরা এলাকায় বসবাস করত। এ হামলায় আরও বহু মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে।
এই ঘটনায় গাজা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। আন্তর্জাতিক মহলে মানবিক উদ্বেগ ও নিন্দা বাড়ছে। মানবাধিকার সংস্থাগুলো দ্রুত যুদ্ধবিরতি এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।