Thursday, August 14, 2025
Glorious Extra is an E-Learning Platform
Homeআন্তর্জাতিকগাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৪৬ ফিলিস্তিনি

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৪৬ ফিলিস্তিনি

গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৪৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এ সময়ে আহত হয়েছেন অন্তত ১ লাখ ১৫ হাজার ৩৩৮ জন।

আল-জাজিরার খবরে বলা হয়, শনিবার রাতে গাজা সিটিতে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত ২১ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে এক বাবা ও তাঁর কন্যাও রয়েছেন। এছাড়া, গাজার দক্ষিণাঞ্চলে একটি তাঁবুতে চালানো বিমান হামলায় আরও ছয়জন নিহত হন।

এদিকে, গাজার জাবালিয়া এলাকায় ইসরায়েলের ছোড়া আর্টিলারি শেলের আঘাতে দুইজনের মৃত্যু হয়েছে। অপরদিকে খান ইউনিসে চালানো হামলায় নিহত হয়েছেন আরও নয়জন।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত ১৮ মার্চ যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে ইসরায়েলের ধারাবাহিক হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৩০৯ ফিলিস্তিনি নিহত এবং ৩ হাজার ১৮৪ জন আহত হয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments