বলিউডের জনপ্রিয় পরিচালক ইমতিয়াজ আলী আবারও আলোচনায়। ‘জাব উই মেট’, ‘রকস্টার’ ও ‘হাইওয়ে’-এর মতো কালজয়ী সিনেমার নির্মাতা সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, রণবীর কাপুর অভিনীত ‘রকস্টার’-এর সিক্যুয়েল নিয়ে ভাবনার দরজা একেবারে বন্ধ হয়ে যায়নি।
সম্প্রতি ভারতীয় ইউটিউব চ্যানেল গেমচেঞ্জার-এ দেওয়া এক সাক্ষাৎকারে ইমতিয়াজ জানান, সিক্যুয়েল নির্মাণের ক্ষেত্রে তার দৃষ্টিভঙ্গি বেশ স্পষ্ট। তিনি বলেন, ‘যদি সত্যিই প্রয়োজন না হয়, তাহলে আমি আর সিক্যুয়েল বানাবো না। তবে কখনও এমন হতে পারে যে ‘রকস্টার’ নিয়ে কোনো অদ্ভুত ভাবনা আমার মাথায় চলে আসবে, আর ঈশ্বরপ্রদত্ত সেই ভাবনা আমাকে ‘রকস্টার-২’ নির্মাণের দিকে ধাবিত করবে।’
ইমতিয়াজ আরও উল্লেখ করেন, আগে তিনি ‘লাভ আজ কাল’-এর সিক্যুয়েল নির্মাণ করেছিলেন, তবে তা আশানুরূপ সাড়া ফেলেনি। তার ভাষায়, ‘লাভ আজ কাল-২ নির্মাণের যথেষ্ট কারণ ছিল, কিন্তু আমি সেটা ঠিকভাবে ফুটিয়ে তুলতে পারিনি। হয়তো প্রচারেও তা বোঝাতে ব্যর্থ হয়েছিলাম।’
প্রসঙ্গত, ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘রকস্টার’ সিনেমাটি শুধু ব্যবসায়িক সফলতাই পায়নি, রণবীর কাপুরের অসাধারণ অভিনয় ও এ আর রহমানের আবেগঘন সংগীত মুগ্ধ করেছিল দর্শক-সমালোচক উভয়কেই। সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছিল ১০৮.৭১ কোটি রুপি।
তাহলে কি সত্যিই আসছে ‘রকস্টার-২’? আপাতত সেই প্রশ্নের উত্তর সময়ের হাতে। তবে ইমতিয়াজের সাম্প্রতিক বক্তব্যে নতুন কিছুর আশার আলো দেখছেন ভক্তরা।