Friday, June 13, 2025
Glorious Extra is an E-Learning Platform
Homeবিনোদনজোভানের সেই নাটক দেখতেই হুড়মুড়িয়ে পড়ছে দর্শক

জোভানের সেই নাটক দেখতেই হুড়মুড়িয়ে পড়ছে দর্শক

ঈদের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভানের কিছু গানের ক্লিপ। যেই ভিডিওকে কেন্দ্র করে শুরু হয় ব্যাপক চর্চা, আলোচনা-সমালোচনা। 

জানা যায়, ঈদের জন্য তৈরি বিশেষ নাটক ‘আশিকি’র কিছু ক্লিপের অংশ সেগুলো। যেটি পরিচালনা করেছেন ইমরোজ শাওন।

ঈদের পরদিন (৮ জুন) রাতে সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পায় এই নাটকটি। এরপরই রীতিমতো ঝড় তুলেছে জোভানের ‘আশিকি’। মাত্র দুই দিনেই নাটকটির ভিউ সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। সবশেষ এই প্রতিবেদন লেখা পর্যন্ত, নাটকটি ৫৭ লাখ দর্শক দেখেছেন

নাটকটি বর্তমানে ইউটিউবেও ট্রেন্ডিংয়ে এক নম্বরে রয়েছে। পেছনে ফেলেছে শাকিব খানের আলোচিত গান ‘লিচুর বাগানে’কেও।

নাটকে দেখা যাচ্ছে, জোভানকে ‘আশিক’ নামের একজন মধ্যবিত্ত পরিবারের তরুণ হিসেবে, যে তার বাবার স্বপ্ন পূরণের লক্ষ্যে শহরে এসে একটি কলেজে ভর্তি হয়। গান গাইতে ভালোবাসা থেকেই তার স্বপ্ন বড় গায়ক হওয়ার। ওই কলেজেই তার পরিচয় হয় ধনাঢ্য পরিবারের শিক্ষার্থী ‘জেস’-এর সঙ্গে, যিনি কলেজে দাপটের সঙ্গে চলেন। এই চরিত্রে অভিনয় করেছেন নাজনীন নিহা। সেখান থেকেই এগিয়ে যেতে থাকে গল্প।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘আশিকি’ মুক্তির পর দর্শক ও সমালোচকদের কাছ থেকে যে পরিমাণ প্রশংসা পেয়েছি, তা সত্যিই অনন্য। দর্শকরা নাটকের প্রতিটি দিক খুঁটিয়ে দেখছেন ও মন্তব্য করছেন। এটা আমাদের অনুপ্রেরণা জোগায় আরও ভালো কিছু করার জন্য। আমি কৃতজ্ঞ দর্শকদের কাছে এবং ধন্যবাদ জানাই পুরো টিমকে, যারা অক্লান্ত পরিশ্রম করেছে।

নাটকের বিশেষ আকর্ষণ আরও দেখা গেছে জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণাকে, যেটি দর্শকদের কাছে ছিল বাড়তি চমক। সবকিছু মিলিয়ে ঈদুল আজহার ছুটিতে দর্শকদের কাছ থেকে ভালো সাড়াই পেয়েছে ‘আশিকি’। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments