Friday, June 13, 2025
Glorious Extra is an E-Learning Platform
Homeক্যাম্পাসদ্বিতীয় দিনের মতো ইউজিসির সামনে অবস্থান ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের

দ্বিতীয় দিনের মতো ইউজিসির সামনে অবস্থান ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের

বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে আজও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করছেন ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। সোমবার (১৯ মে) বেলা ১১টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনের সামনে অবস্থান নিয়েছেন তারা। 

মঙ্গলবার (২০ মে) সরেজমিনে দেখা যায়, ইউজিসির ফটক প্রাঙ্গণে প্রায় শতাধিক শিক্ষার্থী বসে রয়েছেন। এ সময় তাদের হাতে নাম পরিবর্তনের দাবি সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। শিক্ষার্থীরা জানান,সোমবার ইউজিসি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের বিষয়টি পরবর্তী মন্ত্রিসভা বৈঠকে তোলা হবে বলে আশ্বাস দিয়েছে। তবে  মন্ত্রিসভায় নীতিগত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন। 

শিক্ষার্থীদের দাবি, গত ৫ আগস্ট সরকার কর্তৃক প্রকাশিত গেজেটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন হওয়ার পর থেকেই তারা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছেন। নাম পরিবর্তনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর স্বাক্ষরসহ একটি আবেদনপত্র ইউজিসি ও রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। তবে প্রশাসনের আশ্বাসের পরও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে তারা অবস্থান কর্মসূচিতে নেমেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তারা।

ইন্টারনেট অব থিংস এন্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সিফাত আল হুজাইফা বলেন, গতকাল বেলা সাড়ে ১১ টা থেকে আমরা অনির্দিষ্টকালের জন্য ইউজিসিতে অবস্থান করছি। প্রায় ২৬ ঘণ্টা পার হলো, কিন্তু এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে কোন বার্তা আমরা পাইনি। আমরা চাই, পরবর্তী কেবিনেট মিটিংয়ে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে আমাদের দাবি মেনে নেওয়া হোক। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments